Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Jewel is a middle-class farmer
Attachments

জুয়েল 
ঠিকানা ঃ গ্রাম ঃ বীরহলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। 
মোবাইল ঃ ০১৭১৭০৮৮৪৩১ 
আমি একজন মধ্যবিত্ত্ব কৃষক। আমার এক ছেলে ও এক মেয়ে।  আমি একজন বিএডিসি কন্ট্রাক গ্রোয়ার্স ছিলাম। প্রতি বছর ধান, গম, বীজ বিএডিসি অফিসে দিতাম। তাতে তেমন মুনাফা পাইতাম না। প্রশিক্ষন নিয়ে চিন্তা করি, যেহেতু আমার উচু ডাঙ্গা বেঁেল-দোঁয়াশ মাটি আছে এখানে সব ধরনের ফলের চাষ করে সহজে লাভবান হওয়া যাবে। পরবর্তীতে আমি হর্টিকালচার সেন্টার দিনাজপুরের সাথে যোগাযোগ করি এবং  বছরবব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বানিজ্যিক ফল বাগান মাল্টা ও কমলা (একক) প্রদর্শনী স্থাপন করি এবং নিজস্ব উদ্যোগে  পরবর্তী বছর বারী আম-৪ চাষ শুরু করি।  
২য় বছরে কমলা ও মাল্টা চাষ করে ২,০০,০০০- (দুই লক্ষ টাকা মাত্র) 
৩য় বছরে কমলা ও মাল্টা চাষ করে ৩,৫০,০০০/- ( তিন লক্ষ  পঞ্চাশ হাজার টাকা মাত্র) 
৪র্থ বছরে কমলা ,মাল্টা  ও আম চাষ করে ৫,০০,০০০০/- (পাঁচ লক্ষ টাকা মাত্র)। গত অর্থ বছরে আমার বাগান থেকে প্রায় ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা পাই।
এইভাবে আমি সারা বছর ফল চাষ করে আমার ভাগ্যের উন্নয়ন করছি। আমার দেখে আমার ভাই-বন্ধু সবাই সারা বছর ফল চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে। 
এসব সফল্যতার পেছনে হর্টিকালচার সেন্টার, দিনাজপুর ও  বছরবব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অবদান। 
সকলের প্রতি আমার সালাম ও দোয়া রইল। সকলে যেন আমার মতো সফল আগ্রহী কৃষক হয়। ধন্যবাদ 

https://youtu.be/aXElFJ74nxo