মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন, দিনাজপুর এর উদ্যোগে এবং হর্টিকালচার সেন্টার, দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় প্রায় ৩০ প্রকার বিভিন্ন জাতের চারা/কলম জেলা প্রশাসক, দিনাজপুর ভবনের ছাদে রোপণের মাধ্যমে ছাদবাগান কর্মসূচির শুভ সুচনা করা হলো। আশা করি আমাদের আজকের এই কর্মসূচি দিনাজপুর তথা সারা দেশে ছাদবাগান কার্যক্রম ত্বরান্বিত করবে। চারা/ কলমের জাতসমূহঃ আমের (১৩) টিঃ বারি আম৪, বারি আম ১১, আম্রপালি, গোরমতি, কলাবতি, সূর্যডিম, কেএসওয়াই, ঊষাপূর্ণা, হুয়ালাক, তাইওয়ান গ্রীন, তাইওয়ান রেড, ফোরকেজি, থ্রি কেজি। মাল্টার জাতঃ বারি মাল্টা১, ভেরিকেটেড মাল্টা, ভিয়েতনামী মাল্টা, কমলার জাতঃ বারি কমলা১, দার্জিলিং কমলা, চাইনিজ কমলা, পেয়ারা জাতঃ থাই ৩, সীডলেস, ভেরিকেটেড, লেবুর জাতঃ কাগজী, এলাচি, সরবতি, সীডলেস। কুলের জাতঃ কাষ্মিরী, আপেল কুল, সুন্দরী সহ আরো অন্যান্য বিভিন্ন জাতের চারা/কলম।