সাম্প্রতিক কর্মকান্ড:
১. মাশরুম স্পন উৎপাদন ও বিতরণ কার্যক্রম
২. ভিয়েতনামি খাটো জাতের নারিকেল চারা উৎপাদন কলাকৌশল সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ প্রদান
৩. ড্রাগন ফ্রুটস উৎপাদন কলাকৌশল সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ প্রদান
৪. আধুনিক আমের জাত (বারি আম-৪, আম্রপালি , গৌড়মতি) ও প্রচলিত আমের জাত (হাড়িভাঙ্গা, গোপালভোগ, মিশ্রিভোগ, বারোমাসি) কলম উৎপাদন, বিতরণ, চাষাবাদ কলাকৌশল সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরী পরামর্শ প্রদান
৫. আধুনিক লিচুর জাত (বেদানা, বোম্বাই, মাদ্রাজি, কাঠালি, চায়না-১-৩) কলম উৎপাদন, বিতরণ, চাষাবাদ কলাকৌশল সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ প্রদান
৬. বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকার ফল বাগান প্রদর্শনীর বাস্তবায়ন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস