নাশপাতি মাতৃগাছ, হর্টিকালচার সেন্টার, দিনাজপুর। নাশপাতির ইংরেজি নাম Pear এটা মূলত শীত এলাকার ফল। ভারতের হিমাচল ও কাশ্মিরে ভাল নাশপাতি হয়। নাশপাতির গাছ 10-12 মিটার লম্বা হয়। ফুলের রং সাদা, ডালের যে কোন জায়গা থেকে এক সাথে 6-9 টা ফুল ফোটে। শীত এলেই পাতা ঝরে যায়। শীত শেষে একত্রে ফুর ও পাতা বের হয়। ফল দেখতে অনেকটা পেয়ারা মত। কাচা ফলের রং সবুজ পাকলে হালকা হলুদ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস